আমাদের মালদা ডিজিট্যাল

Mar 31, 2020

পিগি ব্যাংকের টাকা দান, করোনা মোকাবিলায় নজির ছোট্ট সৃষ্টি'র

Updated: Aug 11, 2020

জরুরি অবস্থায় করোনাভাইরাসের মোকাবিলায় সাধারণ মানুষকে এগিয়ে আসতে পথ দেখাল দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী৷ মালদা শহরের বালুচরের ওই ছাত্রী আজ জেলাশাসকের কাছে তার দুটি 'পিগি ব্যাংক' নিয়ে যায়৷ তার জমানো সমস্ত টাকা তুলে দেয় ওয়েস্ট বেঙ্গল ইমারজেন্সি ফাণ্ডে৷ স্বভাবতই খুদে পড়ুয়ার এই উদ্যোগের পরে অনেকেই এগিয়ে আসতে পারেন জরুরি অবস্থায় রাজ্য সরকারকে আর্থিক সাহায্য করতে৷

করোনাভাইরাসের মোকাবিলায় সারা দেশ একজোট হয়ে লড়াই করেছে৷ কেন্দ্রীয় ও রাজ্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে৷ করোনা (#CaronaVirus) মোকাবিলায় প্রয়োজন প্রচুর অর্থের৷ অর্থের জোগাড়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ইমারজেন্সি ফাণ্ডে ইতিমধ্যেই বহু তারকা আর্থিক সাহায্য করেছেন৷ তবে যেন সব ছাপিয়ে গিয়েছে মালদার এই খুদে পড়ুয়া৷ মালদা শহরের একটি ইংরেজি মাধ্যমের স্কুলে পড়াশোনা করে সৃষ্টি কেশরী। দ্বিতীয় শ্রেণির ছাত্রী সে। টিফিনের টাকা জমতে জমতে হয়েছিল প্রায় হাজার দুয়েক টাকা। পাঁচ ও দশ টাকার কয়েনে ঠাসা পুরো দুটি পিগি ব্যাংক এদিন বাবার হাত ধরে ছোট্ট সৃষ্টি দিয়ে আসে জেলাশাসককে।

ওই খুদের বাবা মনোজ কেশরী জানান, সোমবার রাতে হঠাৎ মেয়ে তাঁকে বলে, সেও কিছু করতে চায় করোনাভাইরাসের মোকাবিলায়। টিফিনের টাকা থেকে তিলে তিলে প্রায় দু'হাজার জমিয়েছিল। সে তার জমানো কয়েনগুলি সে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করতে ইচ্ছা প্রকাশ করে। মেয়ের এই আবদার না পূরণ করে থাকতে পারেননি তিনি। আজ মেয়েকে নিয়ে জেলাশাসকের দফতরে নিয়ে আসেন তিনি৷ দেশের জন্য মেয়ে যেভাবে এগিয়ে এসেছে তাতে তিনি গর্বিত৷

মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন