আমাদের মালদা ডিজিট্যাল

Sep 22, 2022

জলাশয় ভরাট করার অপরাধে ট্রাক্টর আটক

অবৈধভাবে জলাশয় ভরাট করার অপরাধে দুটি ট্রাক্টর আটক করল ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার পুরসভার তিন নম্বর ওয়ার্ডে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে জমি মাফিয়ারা জলাশয় ভরাট করছে। আজ ভোরে দুটি ট্র্যাক্টর জলাজমি ভরাট করতে আসে। স্থানীয় যুবকরা ওই ট্র্যাক্টর দুটি আটকে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল। ইংরেজবাজার থানায় খবর দেন তিনি। পরে পুলিশ এসে ওই ট্র্যাক্টর দুটি আটক করে থানায় নিয়ে যায়।

মনীষা সাহা মণ্ডল জানান, ভোররাতে জমি মাফিয়ারা জলাশয় ভরাটের চেষ্টা করছিল। ঘটনার খবর পেয়ে স্থানীয় ছেলেরা এসে দুটি গাড়ি আটক করে। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে গাড়ি দুটিকে আটক করে থানায় নিয়ে যায়। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি বলেন, জলাশয় ভরাট কোনোমতে বরদাস্ত করা হবে না। যারা এই কাজে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে প্রশাসন করা ব্যবস্থা নেবে।

[ আরও খবরঃ জাতীয় স্তরে সাফল্য, মালদার নাম উজ্জ্বল করল শোভানগর হাইস্কুল ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন