আমাদের মালদা ডিজিট্যাল

Nov 1, 2022

বিনা অপারেশনে খাদ্যনালী থেকে কয়েন বের করল চিকিৎসকরা

বিনা অপারেশনে শিশুকন্যার খাদ্যনালীতে আটকে থাকা কয়েন বের করে সাফল্য পেল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিশেষ চিকিৎসা যন্ত্রের সাহায্যে আটকে থাকা কয়েক গলার ভেতর থেকে বার করা হয়। আপাতত নিরাপদ অবস্থায় ওই শিশুকন্যা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

চিকিৎসাধীন ওই শিশুকন্যার নাম মানালি সাহা (৮)। বাড়ি হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায়। পরিবার ও মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে বাড়ির পাশের কালীমন্দিরে বাতাসা ভেবে একটি কয়েন গিলে ফেলে মানালি। ভয়ে প্রথমে পরিবারের লোকদের কিছু জানায়নি সে। রাতে গলা ব্যথা শুরু হলে পরিবারের লোকজন তাকে স্থানীয় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মানালিকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়। মালদা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের চিকিৎসকরা এক্সরে করে জানতে পারেন মানালির খাদ্যনালীতে একটি কয়েন আটকে রয়েছে। এরপরেই বিশেষ চিকিৎসা পদ্ধতিতে সেই কয়েন বের করেন চিকিৎসকরা। বর্তমানে ওই শিশুকন্যা সুস্থ রয়েছে।

[ আরও খবরঃ বরকতদার জন্মদিন যেন মিলন মেলা, শ্রদ্ধার্ঘ্য নিবেদন কংগ্রেস ও তৃণমূলের ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন