আমাদের মালদা ডিজিট্যাল

May 4, 2021

পরীক্ষায় প্রতিদিন প্রায় ৫০ শতাংশ পজিটিভ, বেড বাড়ানো হচ্ছে মেডিকেলে

করোনার দ্বিতীয় হামলায় উত্তরবঙ্গে মালদার পরিস্থিতি যথেষ্ট উদবেগজনক। এই পরিস্থিতিতে মালদা মেডিকেলে আরও একটি ৪০০ বেডের কোভিড ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর৷ যদিও এনিয়ে কোনও মন্তব্য করেননি মালদা মেডিকেলের অধ্যক্ষ।

মেডিকেল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মালদা মেডিকেলের ট্রমা কেয়ার ইউনিট ভবনে ১৭৫ বেডের একটি কোভিড ইউনিট চালু রয়েছে৷ সেখানে ২০টি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বেড রয়েছে৷ এখনও পর্যন্ত মালদা মেডিকেলে ১৫৫ জন করোনা সংক্রমিত ভরতি রয়েছেন। মে থেকে জুন মাসের মধ্যে জেলার পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে একাথ মাথায় রেখে রাজ্য স্বাস্থ্য দপ্তর মালদা মেডিকেলে ৪০০ বেডের আরও একটি কোভিড ইউনিট গঠন করার সিদ্ধান্ত নিয়েছে৷

মালদা মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, কোভিড ইউনিটে কিছু বেড বাড়ানো হয়েছে৷ প্রতিদিনের লালারসের পরীক্ষায় ৪৫ থেকে ৫০ শতাংশ নমুনা পজিটিভ পাওয়া যাচ্ছে৷ এটা একটু চিন্তার বিষয়৷ অন্যদিকে, মেডিকেলের বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা সংক্রমিত হয়েছেন৷ বিভিন্ন বিভাগ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এনে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে৷ অক্সিজেন প্রসঙ্গে তিনি বলেন, আপাতত সিলিন্ডারের মাধ্যমে রোগীদের অক্সিজেন দেওয়া হচ্ছে। মেডিকেলে ইতিমধ্যে একটি এলএমও ট্যাংক বসানোর কাজ শুরু হয়েছে৷ আশা করা যাচ্ছে দুই সপ্তাহের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে৷

[ আরও খবরঃ বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন