আমাদের মালদা ডিজিট্যাল

Oct 28, 2022

ইটভাটা নিয়ে তৃণমূলের দুই নেতার বিবাদ, অস্বস্তিতে তৃণমূল

ইটভাটা নিয়ে তৃণমূলের দুই নেতার বিবাদ। সেই বিবাদ গড়ায় সংঘর্ষে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ দুই তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে চাঁচল-১ নম্বর ব্লকের চাঁচল গ্রামপঞ্চায়েতের বীরস্থলি এলাকায়৷ পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁচলের বীরস্থলিতে ৮১ নম্বর জাতীয় সড়কের ধারের ওই ইটভাটা নিয়ে এলাকার তৃণমূল নেতা আফজল হোসেন ও মোক্তার হোসেনের মধ্যে বিবাদ। আফজলের দাবি, কাকার কাছ থেকে লিজ নিয়ে তিনি সেই ভাটা চালাচ্ছেন৷ তাঁর ভাই আনোয়ার হোসেন ভাটা দেখাশোনা করেন৷ আজ প্রধানের স্বামী মোক্তার হোসেন ও পঞ্চায়েতের বিরোধী দলনেতা দলবল নিয়ে ভাটা দখল করার চেষ্টা করে৷ বাধা দিতে গেলে তাঁকে ও তাঁর ভাইকে মারধর করা হয়। ভাইয়ের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়৷

আনোয়ার জানান, সকালে মোক্তার হোসেন সহ তার দলবল ভাটায় এসে শ্রমিককে হুমকি দিতে শুরু করে। বাধা দিতে গেলে ওরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়৷ হাঁসুয়ার কোপ তাঁর হাতে লাগে৷ তাঁরা কাকার কাছ থেকে লিজ নিয়ে ভাটা চালাচ্ছেন৷ এনিয়ে তাঁরা থানায় অভিযোগ জানিয়েছেন।

মোক্তার হোসেন জানান, ওই ভাটা তাঁর ছোটো কাকার নামে রয়েছে৷ ওরা জোর করে সেই ভাটা দখল করে রেখেছে৷ কাকা বারণ করতে গেলে ওরা কাকাকে খুনের চেষ্টা করে৷ সেই খবর পেয়ে তাঁরা বাধা দিতে গেলে গলায় হাঁসুয়ার কোপ মেরে খুনের চেষ্টা করে ওরা৷

চাঁচল-১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ আফসার আলি জানান, এটা পারিবারিক গণ্ডগোল৷ এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই৷

[ আরও খবরঃ পচা ডিম দেওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন