আমাদের মালদা ডিজিট্যাল

Jan 11, 2021

টাকা না পেয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত সহকর্মী

পাওনা টাকা ফেরত চাওয়ায় সহকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ আরেক কর্মীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি এখন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।

আহত ব্যক্তির নাম মিঠুন আলি (৩০)। বাড়ি চাঁচলের মল্লিকপাড়া এলাকায়। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মী মিঠুন। জানা গিয়েছে, কয়েক বছর আগে হাসপাতালেরই অস্থায়ী কর্মী মুক্তার আলি মিঠুনের কাছ থেকে সাত লক্ষ টাকা দেনা করে। বারবার টাকা চেয়েও ফেরত দিচ্ছিল না মুক্তার। এনিয়ে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল। অভিযোগ, গতকাল রাতে হাসপাতালের পাশে একটি ফাঁকা জায়গায় মিঠুনকে টাকা দেওয়ার নাম করে ডেকে ব্যাপক মারধর করে মুক্তার ও খাইরুল আলম। তারপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মুক্তার। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। তড়িঘড়ি মিঠুনকে হাসপাতালে ভরতি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে। এই ঘটনায় খাইরুল আলম ও মুক্তার আলির নামে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

[ আরও খবরঃ জেলার রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন