আমাদের মালদা ডিজিট্যাল

Dec 1, 2021

হাসপাতাল চত্বরে সদ্যোজাতের দেহ, চাঞ্চল্য চাঁচলে

সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতাল চত্বরে। সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। এই ঘটনায় হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালের সুপারের দফতরের পাশে একটি ট্যাঙ্কের উপর সদ্যোজাতের দেহটি পড়েছিল। অভিযোগ, বিষয়টি জানতে পারার পর হাসপাতাল কর্তৃপক্ষ ওই সদ্যোজাতের দেহটি প্লাস্টিকে মুড়ে সেখানেই রেখে চলে যায়। প্রায় তিন ঘণ্টা ধরে দেহটি সেখানেই পড়ে থাকে। পরে চাঁচল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রোগীর আত্মীয়দের অভিযোগ, নিরাপত্তারক্ষী থাকার পরেও হাসপাতাল চত্বরে এধরণের ঘটনা কীভাবে ঘটে? হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই এই ধরণের ঘটনা ঘটছে। হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস বলেন, এটি হাসপাতালের ঘটনা নয়। কে বা কারা বাইরে থেকে মৃত সদ্যোজাতের দেহ হাসপাতাল চত্বরে ফেলে দিয়ে গেছে। পুরো বিষয়টি চাঁচল থানায় জানানো হয়েছে।

[ আরও খবরঃ বিকট শব্দের সাইলেন্সর! ধরপাকড় অভিযানে নামছে পুলিশ ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন