আমাদের মালদা ডিজিট্যাল

Aug 9, 2020

রাজ্য সরকারের গাফিলতিতে সুবিধে পাচ্ছেন না কৃষকরাঃ দিলীপ

Updated: Nov 6, 2020

দলীয় সভায় যোগ দিতে মালদায় এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সঙ্গে ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার৷ আগামীকাল তিনি হেমতাবাদের বিধায়কের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, প্রধানমন্ত্রী কৃষকদের জন্য কাজ করে আসছেন৷ ধানের সহায়ক মূল্য তিনি ১২৫০ থেকে ১৮৫০ টাকা নিয়ে গিয়েছেন৷ এধরণের ১০টি অর্থকরী ফসলের সহায়ক মূল্য তিনি বাড়িয়েছেন৷ অথচ রাজ্য সরকার এই কৃষকদের জন্য এতদিন কিছুই করেনি৷ কৃষকদের আত্মহত্যা করতে বাধ্য করেছে৷ প্রধানমন্ত্রী কৃষকদের শস্যের দামের দেড়গুণ সহায়ক মূল্য নির্ধারণ করেছেন৷ বাংলার কৃষকরা কেন্দ্রীয় সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাবে না৷ কারণ রাজ্য সরকার চায় না কৃষকরা সমস্ত সুবিধে পান৷ প্রধানমন্ত্রী কৃষকের বছরে আট হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন৷ অনেক রাজ্য নিজেদের কৃষকদের নামের তালিকা পাঠিয়েছেন৷ যে সমস্ত রাজ্য তালিকা পাঠিয়েছে তাদের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে গেছে৷ অথচ পশ্চিমবঙ্গ সরকার না কৃষকদের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কিছুই দেয়নি৷ সেই কারণে পশ্চিমবঙ্গের কৃষকরা বঞ্চিত রয়েছেন৷ রাজ্য সরকার কৃষকদের এই সুবিধে পাইয়ে দিতে চাইছে না৷ কৃষকরা স্বাবলম্বী হলে মোদী সরকারকে সমর্থন করবে এই ভয় পাচ্ছে রাজ্য সরকার৷

টপিকঃ #বিজেপি