আমাদের মালদা ডিজিট্যাল

Jun 13, 2020

নেশার টাকা জোগাড়ে ছিনতাই! ধৃতদের তোলা হল আদালতে

Updated: Aug 10, 2020

আগ্নেয়াস্ত্র দেখিয়ে মোটরবাইক ছিনতাই কাণ্ডে গ্রেফতার হওয়া চার যুবককে শনিবার জেলা আদালতে পেশ করল মালদা থানার পুলিশ৷ নেশার টাকা জোগাড় করতেই এই যুবকরা এমন অসামাজিক কাণ্ড ঘটিয়েছে বলে পুলিশি তদন্তে উঠে এসেছে।

উল্লেখ্য, গত ৭ জুন দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে পুরাতন মালদার মুচিয়া গ্রামপঞ্চায়েতের মোহনবাগান এলাকায়৷ অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ বিভিন্ন এলাকায় হানা দিয়ে চার যুবককে গ্রেফতার করে৷ তাদের মধ্যে একজন সাহাপুর গ্রামপঞ্চায়েতের প্রধান উকিল মণ্ডলের ভাইপো৷ একজনের বাড়ি কালিয়াচকের বীরনগর গ্রামে৷ এই যুবকরা প্রত্যেকে নেশায় আসক্ত৷ এর আগেও তারা ছিনতাই কাণ্ডে জেল খেটেছে৷

পুলিশ জানতে পেরেছে, জেলে থাকার সময় কালিয়াচকের সাহেব মণ্ডলের সঙ্গে বাকি তিনজনের পরিচয় হয়৷ জেলে বসেই তারা ছিনতাইয়ের ছক কষে৷ জেল থেকে ছাড়া পেয়ে তারা পুরাতন মালদা এলাকায় ছিনতাইয়ের নকশা বানায়৷ সেই নকশার শিকার হন জয়দেববাবু৷ তদন্তে নেমে পুলিশ মঙ্গলবারই চার যুবককে গ্রেফতার করে৷ পরদিন জেলা আদালতের মাধ্যমে তাদের পুলিশি হেপাজতে নেওয়া হয়৷ এরপর তাদের জেরা করে দু’টি চোরাই মোটরবাইকের সন্ধান পায় পুলিশ৷ উদ্ধার করা হয় বাইক দু’টি৷ একটি চোরাই মোবাইল ফোনও উদ্ধার হয়৷ পুলিশ প্রধানের ভাইপো আকাশ মণ্ডলের হেপাজত থেকে একটি সাত মিলিমিটার পিস্তল উদ্ধার করেছে৷ এই চক্রের আরেক যুবক রাজকুমার মণ্ডলের হেপাজত থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগানও৷ এদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ তাদের জেলা আদালতে পেশ করেছে মালদা থানার পুলিশ৷