আমাদের মালদা ডিজিট্যাল

Aug 25, 2022

ব্যাঙের ছাতা খেয়ে অসুস্থ একই পরিবারের ৪ সদস্য

ব্যাঙের ছাতা খেয়ে অসুস্থ একই পরিবারের চার সদস্য। বর্তমানে তাঁরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গাজোলের সালাইডাঙা এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে পরিবারের লোকজন জঙ্গল থেকে ব্যাঙের ছাতা (মাশরুম) নিয়ে এসেছিল। সকালে সেই ব্যাঙের ছাতায় কালো দাগ দেখার পরেও পরিবারের লোকজন রান্না করে তা খেয়ে নেন। কিছুক্ষণ পরেই পরিবারের সকলে বমি ও পায়খানা শুরু হয়। তড়িঘড়ি তাঁরা সকলে গাজোল গ্রামীণ হাসপাতালে ভরতি হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একজনকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়। বাকিরা গাজোল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

গ্রামীণ হাসপাতালের এক চিকিৎসক জানান,

সব মাশরুম খাওয়ার যোগ্য হয় না। জঙ্গলে জন্মানো বেশিরভাগ মাশরুমই বিষাক্ত হয়। এরকমই বিষাক্ত মাশরুম খেয়ে চারজন হাসপাতালে ভরতি হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একজনকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

[ আরও খবরঃ নিয়োগ দুর্নীতির অভিযোগে ফের বিক্ষোভ হরিশ্চন্দ্রপুরে ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন