আমাদের মালদা ডিজিট্যাল

Sep 17, 2021

মালদা মেডিকেলে মৃত্যু আরও ২ শিশুর, দু'দিনে মৃত বেড়ে ৫

আবারও শিশু মৃত্যু মালদা মেডিকেলে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও দুই শিশুর। এনিয়ে গত দু'দিনে মালদা মেডিকেলে মোট পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশুর নাম আসমা খাতুন। বয়স ৯ মাস। বাড়ি ঝাড়খণ্ডের রাজমহল জেলার পরাণপুরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে আসমা খাতুনকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মালদা মেডিকেল কলেজে ভরতি করা হয়। রাতেই তার মৃত্যু হয়। অন্যদিকে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মালদা মেডিকেল কলেজে ভরতি হয় মানিকচকের ভূতনি চরের বৈকুণ্ঠটোলার দেব মণ্ডলকে (বয়স ৬ মাস)। আজ সকাল সাতটা নাগাদ তারও মৃত্যু হয়।

মালদা মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, মেডিকেলে চিকিৎসাধীন শিশুদের ২৪ ঘণ্টা মনিটরিং করা হচ্ছে, সবরকম পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে তাঁরা ইতিমধ্যে বিভিন্ন বিভাগের বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে টিম তৈরি করেছেন। মেডিকেল কলেজে অজানা জ্বরে কেউ ভরতি নেই। অন্যান্য বছর ঋতু পরিবর্তনের সময় যত শিশু জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ভরতি হয়, এবার তার থেকে অনেক কম শিশু ভরতি হয়েছে। মেডিকেলের শিশু বিভাগ নিয়ে যে প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

[ আরও খবরঃ ক্লাবে জুয়ার আসর, ৪০ হাজার টাকা সহ ধৃত ১০ ]

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন