আমাদের মালদা ডিজিট্যাল

Jun 15, 2020

সংক্রমিতের সংখ্যা উর্ধ্বগামী, নতুন আরও ১০, তবে কমছে অ্যাকটিভ রোগী

Updated: Aug 10, 2020

সোমবার রাতে মালদা জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত আরও ১০ জন।

এদিন মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে ১৩ জনের রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া যায়। এরমধ্যে ১০ জন মালদা জেলার। সাথে উত্তর দিনাজপুরের একজন এবং দক্ষিণ দিনাজপুরের দুইজন আক্রান্ত। নতুন করে করোনা আক্রান্তদের স্বাস্থ্যবিধি মেনে যথাযথ চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে৷

মালদা জেলায় নতুন আক্রান্তদের মধ্যে তিনজন কালিয়াচকের, চাঁচলের পাঁচজন এবং দুইজন হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের বাসিন্দা।

রাজ্য সরকারের কোভিড-১৯ হেলথ বুলেটিনে প্রকাশিত তথ্যে সোমবার জানা গেল, জেলার প্রায় ৬০ শতাংশ কোভিড আক্রান্ত ব্যক্তি এখন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল পর্যন্ত মালদা জেলার মোট সংক্রমিত ৩২১ জন হলেও স্বস্তির খবর এরমধ্যে ১৯২ জন ব্যক্তি ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ফলে নতুন আক্রান্তদের বাদ দিয়ে ১৫ জুন পর্যন্ত জেলায় অ্যাক্টিভ কেস ১২৯টি। সুস্থতার হারও বেশ ভালো, শনিবার একদিনে ১৫ জন পুরোনো আক্রান্ত বাড়ি ফিরেছেন।

টপিকঃ #CoronaVirus #CovidPositive