মাসে ১৮ হাজার টাকা মজুরি চাই শ্রমিকদের
রাজ্য সরকার দ্বারা ঘোষিত শ্রমিকদের স্বার্থে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান, সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত সরকারি কার্ড প্রদান, শ্রমিকদের সর্বনিম্ন ১৮ হাজার টাকা মজুরি সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল সারা ভারত কৃষকসভা এবং সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের মালদা জেলা কমিটি। আজ সংগঠনের পক্ষ থেকে শতাধিক সদস্য মিহির দাস ভবন থেকে একটি মিছিল করে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে জমায়েত হন। নেতৃত্বে দেন, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ এবং সিটু নেতা নুরুল ইসলাম। মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর সংগঠনের পক্ষ থেকে একটি দাবি সনদ জেলাশাসকের কাছে জমা দেওয়া হয়।
এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বিশ্বনাথ ঘোষ জানান, রাজ্য সরকার ঘোষণা করেছিলেন পরিচয় শ্রমিকদের স্বার্থে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে। কিন্তু ঘোষণায় সায়, এখনও পর্যন্ত শ্রমিকরা কোনো পরিচয় পেল না। পেল না সেই আর্থিক সহায়তা। এর প্রতিবাদে এবং পরিযায়ী শ্রমিকদের কর্মস্থলে মৃত্যু বা আহত হলে তাঁদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, শ্রমিকদের মাসে সর্বনিম্ন ১৮ হাজার টাকা মজুরি, রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের কিষান সম্মান নিধি প্রকল্পে আবেদনের সময়সীমা বৃদ্ধি সহ একাধিক দাবিতে তাঁদের আজকেই ডেপুটেশন কর্মসূচি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments