গ্রামে ঘুরে করোনা সচেতনতার বার্তা পৌঁছে দেবে মহিলারা
করোনা আবহে সাধারণ মানুষকে সচেতন করতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নেত্রী বাছাই করে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আজ ওই প্রশিক্ষণ প্রাপ্ত নেত্রীরা ব্লকের বিভিন্ন গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিলেন। পরবর্তীতে ওই মহিলারা গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা তুলে দেবেন। প্রশাসনের এই উদ্যোগে খুশি হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের বাসিন্দারা।
স্বনির্ভর গোষ্ঠীর নেত্রী রুবা খাতুন জানান, ব্লক প্রশাসনের নির্দেশে ১৫ জুন থেকে ২৬ জুন পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। প্রতিদিন ১০ জন করে মহিলা নিয়ে তিনটি ধাপে মোট ৩০ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। সেই মহিলারা গ্রামে গ্রামে গিয়ে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা প্রচার অভিযান চালাবে। কেন মাস্ক ব্যবহার জরুরি, সামাজিক দূরত্বের প্রয়োজনীয়তা, কীভাবে হাত ধুতে হবে, খাদ্য তালিকায় কী সংযোজন করা উচিত ও লকডাউন পরবর্তী সময়ে মানুষকে কী ধরনের জীবনযাপনে অভ্যস্ত হতে হবে প্রভৃতি বিষয়ে সচেতনতা প্রচার চালাবেন মহিলারা। দিন দিন মালদা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। উদ্বেগজনক মুহূর্তে করোনা ভাইরাস থেকে বাঁচতে সচেতনতা অভিযান একান্ত জরুরি।
[ আরও খবরঃ পুর এলাকায় প্রথম কনটেন্টমেন্ট ঘোষণা, শুনসান রাস্তাঘাট ]
75 views