নেতাজির জন্মদিনে মহিলাদের ফুটবল ম্যাচ চাঁচলে
চাঁচলের গালিমপুরে মহিলা ফুটবল খেলা আয়োজিত হল বৃহস্পতিবার। এদিন সুভাষচন্দ্র বোসের জন্মদিবস উপলক্ষ্যে গালিমপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত এই ফুটবল ম্যাচকে কেন্দ্র করে স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন আলাল মহিলা ফুটবল (#Football) একাদশ বনাম হরিশ্চন্দ্রপুর ফুটবল অ্যাকাডেমি একাদশ মুখোমুখি হয়। আলাল মহিলা ফুটবল দল ট্রাই ব্রেকারে ৩-০ গোলে হরিশ্চন্দ্রপুর মহিলা একাদশকে পরাস্ত করে। সেরা খেলোয়াড় হিসেবে ডলি কেরা ও কবিতা মুণ্ডাকে পুরষ্কৃত করা হয়।