উপমা দত্ত
এই গরমের ছুটিতে আমরা দীঘা বেড়াতে গিয়েছিলাম৷ মালদা থেকে দীঘা এক্সপ্রেস ট্রেনে করে দীঘা পৌঁছায়৷ আমরা যে হোটেলে ছিলাম সেখানে সুইমিং পুল এবং খেলার জন্য আলাদা জায়গা ছিল৷ সেখানে আমরা দুই দিন ছিলাম৷ প্রথম দিন ‘পুরোনো দীঘা’এবং দ্বিতীয় দিন ‘মন্দারমণি’তে ছিলাম৷
মন্দারমণির সমুদ্রতীরে অনেক দোকান দেখতে পাই৷ সেখানে সব থেকে বেশি শাঁখের দোকান দেখতে পাই এবং বেশ কিছু জিনিস কেনাকাটা করি৷ আর সব থেকে অদ্ভুত ও সুন্দর দৃশ্য ‘জোয়ারভাটা’৷ সমুদ্রতীরে ঘুরতে ঘুরতে দেখি জোয়ার চলে আসে এবং তীরের দোকানগুলি সব উঠে যায়৷ সেই সময় আমরা সমুদ্রে স্নানে নেমে পরি৷ আমার বাবা, মা ও আমি জলে খুব মজা করেছি এবং একসাথে বোটিংও করেছি৷
পরের দিন আমরা সায়েন্স সেন্টারে ঘুরতে যাই৷ সেখানে বিভিন্নরকম যন্ত্রাংশ দ্বারা বিজ্ঞান প্রক্রিয়াকে খুব সুন্দর ও আকর্ষণীয়ভাবে দেখানো হয়েছে৷ সায়েন্স সেন্টার থেকে আমি নতুন অনেক কিছু জানতে পেরেছিলাম৷ দুই দিন অনেক নতুন জিনিসের অভিজ্ঞতা হয়৷ দীঘা থেকে আমি ওখানকার হাতের কাজ করা কিছু জিনিস কিনেছিলাম৷
উপমা দত্ত
চতুর্থ শ্রেণি, ড্যাফোডিল পাবলিক স্কুল