top of page

জেলায় পথ নিরাপত্তা কর্মসূচি পালন করল প্রশাসন

পথ নিরাপত্তা নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করল মালদা জেলা পুলিশ। সোমবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে একটি সচেতনতার র‍্যালি করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ডিএসপি- ট্রাফিক শুভতোষ সরকার সহ অন্যান্য জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। এদিন সকালে শহরের বৃন্দাবনী ময়দান থেকে শুরু হয়ে র‍্যালিটি শহর পরিক্রমা করে। জেলা পুলিশের পক্ষ থেকে এদিন শিবির করে লরি চালকদের চক্ষু পরীক্ষা করা হয়।



অন্যদিকে, মালদা থানার উদ্যোগেও ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। সোমবার সকালে সুভাষ মোড়ে ট্রাফিক কার্যালয়ের সামনে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালের সহযোগিতায় আয়োজিত শিবিরে গাড়ি চালকদের বিনামূল্যে চোখ পরীক্ষা করা ও চশমা দেওয়া হয়।


জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘ট্রাফিক নিরাপত্তা নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলার বাসিন্দাদের সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেছে।’


Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page