জানালা ভেঙে ব্যাংকের কিয়স্কে ঢুকল চোর
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে তালা ভেঙে চুরি দুষ্কৃতীদের। ঘটনাটি ঘটেছে চাঁচলের গালিমপুর এলাকায়। অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আজ সকালে ব্যাংকের অপারেটর কাজে যোগ দিতে এসে দেখেন ব্যাংকের তালা ভাঙা। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ। ব্যাংকের অপারেটর হাসান আলি জানান, জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। পরে মেন গেটের তালাটিও ভেঙে ফেলে। অফিসের টেবিল ভাঙা অবস্থায় রয়েছে। বেশ কিছু নগদ অর্থ খোয়া গেছে। তবে যন্ত্রাংশের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। চুরি যাওয়া টাকার পরিমাণ এখনই বলা সম্ভব নয়।
[ আরও খবরঃ মাটির নীচে বেআইনি অস্ত্র কারখানার খোঁজ ]
চাঁচল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।