নারায়ণপুরে জনরোষের মুখে চোরের মৃত্যু
গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের৷ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুরে৷ এই ঘটনায় দুজনকে আটক করেছে মালদা থানার পুলিশ৷
তাকে ইলেকট্রিক তারের পোলে বেঁধে চলতে থাকে গণপিটুনি
মৃত যুবকের নাম সঞ্জয় আহেরি (৩০)৷ এলাকায় চোর হিসেবে পরিচিত সে৷ অভিযোগ, গত ৬ মার্চ স্থানীয় রমেশ সোরেনের বাড়িতে চুরি করতে যায় সঞ্জয়৷ স্থানীয় লোকজন সেদিন তাকে হাতেনাতে ধরতে না পারলেও শনাক্ত করে ফেলে৷ সেই রাত থেকে গ্রাম ফেরেনি সে৷ গতকাল রাতে বাড়ি ফিরতেই স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে৷ এরপরেই জনরোষের মুখে পড়ে সঞ্জয়৷ তাকে ইলেকট্রিক তারের পোলে বেঁধে চলতে থাকে গণপিটুনি৷ মালদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে সঞ্জয়কে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে৷
রমেশ সোরেনের মেয়ে মণিকা জানায়, গত ৬ মার্চ সঞ্জয় তাদের বাড়িতে চুরি করে৷ গতকাল রাতে সঞ্জয় তার বাড়ি ফেরে৷ গ্রামের বাসিন্দারা তাকে বাড়ি থেকে বের করে দেয়৷ গ্রামের লোকজন সঞ্জয়কে মারধর করে৷ পুলিশ তার বাবা ও দাদাকে আটক করেছে৷ সঞ্জয়ের বাবা জানান, চোর সন্দেহ করে গ্রামবাসীরা সঞ্জয়কে মারধর করেছে৷ মারধরে তাঁর ছেলে মারা গিয়েছে৷ সঞ্জয় চুরি করেছে নাকি তা তিনি জানেন না৷
Tags: