বসতভিটা ছাড়া বৃদ্ধ দম্পতি, সন্তানের বিরুদ্ধে মামলা

ছেলের শাস্তির দাবি জানিয়ে মালদা আদালতের দ্বারস্থ বৃদ্ধ মা-বাবা। জেলা প্রশাসনিক কর্তাদের কাছেও হাজির ছেলের বিরুদ্ধে নালিশ নিয়ে। অভিযোগ নিজের বসতবাড়ি থেকেই উচ্ছেদ হয়েছেন ছেলের জন্য। শিক্ষকতার চাকুরি পাওয়ার পর নিজের বাবা-মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ছেলে সোহেল রানা। আর এমন পরিস্থিতিতে পড়ে ছেলের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ বাবা তৈমুর শেখ ও মা নুরনাহার বিবি। গত ছয় মাস ধরে নিজের বসতভিটা ছাড়া এই বৃদ্ধ দম্পতি। বাড়ি ফিরতে চাইলেও ঘরের দরজা বন্ধ তাঁদের জন্য। গত ছয় মাস আত্মীয় পরিজনদের বাড়িতে থেকেছেন। ফিরে পেতে চেয়েছেন নিজের ঘর, কিন্তু নাছোড় ছেলে ঘরে ফিরতে দিচ্ছেন না বৃদ্ধ মা-বাবাকে। তাই এবার ছেলের বিরুদ্ধে আদালতে দারস্ত বৃদ্ধ বাবা-মা। যদিও অভিযুক্ত ছেলে এমন ঘটনার পর সংবাদমাধ্যমের সামনে আসতে সাহস দেখায় নি। মালদা আদালতের আইনজীবি সন্টু মিঞা জানান ঘটনাটি মোথাবাড়ি থানার বাঙ্গীটোলা গ্রামের ঘটনা। বৃদ্ধ বাবা মার অভিযোগের ভিত্তিতে আদালত শিক্ষক ছেলের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।