ঋণের টাকা ফেরত চাওয়ায় আক্রান্ত হলেন ব্যবসায়ী
মালদা শহরের বিশ্বনাথ মোড় এলাকায় আক্রান্ত হলেন এক ব্যবসায়ী। নিজের ঋণের টাকা চাইতে গিয়ে তিনি আক্রান্ত হন। এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যবসায়ীর স্ত্রী। আহত ব্যবসায়ী বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিশ্বনাথ মোড়ে একটি ছোট কাপড়ের দোকান। দোকানের মালিক সঞ্জয় রায়। বয়স ৩৭। স্ত্রী বনশ্রী রায়। বিশ্বনাথবাবুর স্ত্রী অভিযোগ করেন, মাস ছয়েক আগে এলাকারই বাসিন্দা দীপঙ্কর রায় তাঁর স্বামীর কাছে ১২০০ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু সেই ঋণ পরিশোধ করছিলেন না তিনি। তাঁর স্বামী অনেকবার দীপঙ্করের কাছে টাকা ফেরত চাইলেও সে তাতে কর্ণপাত করেনি। গতকাল রাতে তিনি নিজে দীপঙ্করের বাড়িতে টাকা চাইতে যান। কিন্তু তাঁকে অশ্রাব্য গালাগালি করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় দীপঙ্কর। সেই খবর পেয়ে তাঁর স্বামী ঘটনার প্রতিবাদ করতে দীপঙ্করের বাড়িতে যান। সেই সময় দীপঙ্কর একটি বড়ো ছুরি নিয়ে তাঁর স্বামীর উপর ঝাঁপিয়ে পড়ে। সে তাঁর স্বামীর মাথা ও মুখে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। তাঁর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাঁর স্বামীকে রক্ষা করেন। তিনি এদিন ইংরেজবাজার থানায় দীপঙ্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।