হঠাৎ ঝরে পড়ছে গোছা গোছা চুল, উত্তর মালদা জুড়ে মহিলাদের মধ্যে আতঙ্ক!
প্রথমে শুরু হয়েছিল হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ফতেপুর গ্রাম থেকে৷ ঘুমন্ত অবস্থায় সেই গ্রামের বধূ মঞ্জিলা বিবি ও তাঁর মেয়ে রেবা খাতুনের চুল কেউ বা কারা কেটে নেয় বলে খবর ছড়ায়৷ সেখান থেকেই শুরু, গত কয়েকদিন ধরেই ভূতের আতঙ্কে কাঁপছে উত্তর মালদার বিভিন্ন এলাকা৷ শনিবার একই ঘটনা ঘটে চাঁচলের পাহাড়পুর এলাকার কুমোরপাড়ায়৷ অনিমা পাল নামে এক গৃহবধূর চুল হঠাৎ খসে যায়৷ তিনি জানান, দুপুরে বাথরুম যান তিনি৷ সেই সময় লক্ষ করেন, মাথার উপর একটি বড়ো পোকা ঘোরাঘুরি করছে৷ বাথরুম থেকে ঘরে ফিরতেই তাঁর মাথার একগোছা চুল খসে পড়ে৷ এরপরেই তিনি অজ্ঞান হয়ে যান৷ সেই ঘটনায় বিজ্ঞানমঞ্চ ও চাঁচলের মহকুমাশাসক বিষয়টিকে ওই বিষাক্ত পোকার কাণ্ড বলে অভিহিত করেছিলেন৷`

এলাকা জুড়ে ছড়িয়েছে ভূতের আতঙ্ক৷ সেই আতঙ্ক থেকেই গ্রামের মহিলারা নিজেদের বাড়িতে গোবর দিয়ে ভূতের ছবি বানাতে শুরু করেছেন৷ বাড়ির সামনে ঝুলছে নিমপাতা, লেবু-লংকা৷
শনিবার রাতে ফের একই কাণ্ড ঘটে রতুয়ার খানপুর গ্রামে৷ রাত ৮টা নাগাদ সেই গ্রামেও এক মহিলার একগোছা চুল হঠাৎ খসে পড়ে বলে জানা যায়৷ এদিন ভোরে একই কাণ্ড ঘটে রতুয়া ১ ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মাকাইয়া গ্রামে৷ সাবিরা সুলতানা (৩৫) ও নাসিমা বিবি (২৪) নামে দুই গৃহবধূর চুল খসে যাওয়ার ঘটনা ঘটে৷ দুজনেই সেই সময় ঘুমিয়ে ছিলেন৷ ঘটনার আকস্মিকতায় দুজনেই জ্ঞান হারান৷ তাঁদের পরিবারের দাবি, কে বা কারা চুল কেটে নিচ্ছে তা তাঁদের জানা নেই৷ কিন্তু ভোরে সাবিরা ও নাসিমা, দুজনই পেট ব্যথায় কাতর ছিলেন৷ একই ঘটনা ঘটেছে ওই গ্রাম পঞ্চায়েতের বালুয়া গ্রামের বধূ মুসেরা বিবিরও৷
এই খবর চাউর হতেই মেলার মতো ভিড় জমতে শুরু করে সাবিরা ও নাসিমার বাড়িতে৷ এলাকা জুড়ে ছড়িয়েছে ভূতের আতঙ্ক৷ সেই আতঙ্ক থেকেই গ্রামের মহিলারা নিজেদের বাড়িতে গোবর দিয়ে ভূতের ছবি বানাতে শুরু করেছেন৷ বাড়ির সামনে ঝুলছে নিমপাতা, লেবু-লংকা৷ বিশ্বাস, এতে ভূতকে দূরে রাখা যাবে৷ মহিলাদের সবার মাথায় কাপড়৷ ঘরের মেয়েদের কেউ স্কুলে পাঠাচ্ছেন না৷ যদি তাদেরও চুল খসে যায়! অদ্ভুতভাবে এই কুসংস্কারে মদত যোগাচ্ছেন পুরুষরাও৷ যদিও তা নিয়ে এলাকার কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ৷
আগের খবরঃ