অজ্ঞাতপরিচয় মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়৷ মৃতদেহটি পর্যবেক্ষণ করে পুলিশের অনুমান, মৃতদেহটি ৩-৪ দিনের পুরোনো৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷

এদিন সকালে গৌড় মালদা রেল স্টেশন সংলগ্ন একটি আমবাগানে ওই মহিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷ খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশকর্মীরা৷ দেখা যায়, বাগানের একটি পুরোনো গাছে মাঝবয়সী ওই মহিলার দেহ ঝুলছে৷ ইতিমধ্যে দেহে পচন শুরু হয়ে গিয়েছে৷ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওই মহিলাকে এলাকায় আগে দেখা যায়নি৷ কীভাবে তিনি এখানে এলেন তাও কেউ জানাতে পারেনি৷ পুলিশের অনুমান, অন্তত ৩-৪ দিন আগে ওই মহিলার মৃত্যু হয়েছে৷ আত্মহত্যা নয় বলেই প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ৷
ছবিটি প্রতীকী।