সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাজ্যের প্রতিবন্ধীরা
বিভিন্ন সুযোগ সুবিধার দাবি জানিয়ে এদিন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর মালদা জেলা শাখার পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল জেলাশাসককে। সোমবার জেলার বিভিন্ন প্রান্তের প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী ও তাঁদের অভিভাবকেরা ডেপুটেশন কর্মসূচিতে অংশ গ্রহণ করে।
আইনানুযায়ী প্রতিটি জেলায় প্রতিবন্ধীদের জন্য স্পেশাল কোর্ট করার কথা থাকলেও রাজ্যের কোনও জেলায় সেই কোর্টের ব্যবস্থা এখনও নেই৷
এই প্রতিবন্ধী সম্মিলনীর মালদা জেলা শাখার সম্পাদক শেখ সারেক বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত প্রতিবন্ধীদের বিপিএল তালিকাভুক্ত করার কথা থাকলেও রাজ্যে এখনও প্রতিবন্ধীদের বিপিএল তালিকাভুক্ত করা হয়নি৷ বহু প্রতিবন্ধীদের এখনও পর্যন্ত জব কার্ড তৈরি হয়নি৷ সেই সমস্ত প্রতিবন্ধীদের জব কার্ড তৈরি করে ১০০ দিনের কাজে নিয়োগ করার দাবিতে তাঁরা আজকের বিক্ষোভ সমাবেশ করছেন৷ আইনানুযায়ী প্রতিটি জেলায় প্রতিবন্ধীদের জন্য স্পেশাল কোর্ট করার কথা থাকলেও রাজ্যের কোনও জেলায় সেই কোর্টের ব্যবস্থা এখনও নেই৷
২০১৬ সালে সংসদে প্রতিবন্ধীদের নিয়ে বিল পাশ হয়। ২০১৭ সালে সেই বিল গোটা দেশ জুড়ে কার্যকারী হয়। কিন্তু পশ্চিমবঙ্গে সেই বিল এখনও কার্যকরী হয়নি। যার জেরে এখনও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের প্রতিবন্ধীরা। তাই প্রতিবন্ধীদের বিল কার্যকরীর দাবি তুলে সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর পক্ষ থেকে জেলায় জেলায় ডেপুটেশন কর্মসূচি পালন করা হচ্ছে। সোমবার সংগঠনের মালদা শাখার পক্ষ থেকে জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী ও তাঁদের অভিভাবকেরা দুপুর ১টায় মালদা শহর জুড়ে একটি বিক্ষোভ রালি করে। এরপর জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় প্রতিবন্ধীরা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments