শ্রী দাশগুপ্ত
আজ সকালে মা গেল কলেজে নিজের কাজে৷ ঘুম থেকে উঠে আমি আর বাবা গেলাম অ্যাক্সিস মলের স্নো পার্কে৷ ওখানে এত বরফ নিয়ে খেলেছি যে আমার ঠান্ডা লেগে গিয়েছিল৷ বাবা আর আমি একটু কফি খেলাম৷ তারপর আবার খেলতে শুরু করলাম৷ যখন বেরোলাম তখন আমার হাত-পা পুরো জমে গেছে৷ সেখান থেকে গেলাম গেম পার্লার৷ ওখানে দেখলাম ভার্চুয়াল রিয়্যালিটি শো৷ এরপর সেদিন গেলাম মাদার্স ওয়াক্স মিউজিয়াম৷ ওখানে যে মূর্তিগুলো ছিল, সেগুলো পুরো আসলের মতো দেখতে ছিল৷ মিউজিয়াম দেখে আমরা রাতে বাড়ি ফিরে এলাম৷
শ্রী দাশগুপ্ত
তৃতীয় শ্রেণি, উষা মার্টিন স্কুল
3 views