গৌড় কলেজে প্রতিযোগিতা মূলক বিজ্ঞানমেলা শুরু
যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সূচনা হল ওল্ড মালদার গৌড় কলেজে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলাপরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, সদর মহকুমাশাসক পার্থ চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান আশিষ কুণ্ডু, উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস, গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অসীম সরকার, যুব কল্যাণ দপ্তরের আধিকারিক সুলোক প্রামাণিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান মনষ্কতা বাড়ানোর লক্ষে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জেলায় বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। মালদা জেলার প্রায় ৯০টি স্কুলের ছাত্র-ছাত্রী বিভিন্ন মডেল নিয়ে এই মেলায় অংশগ্রহণ করে। যুব কল্যাণ দপ্তরের আধিকারিক সুলোক প্রামাণিক জানান, এই বিজ্ঞান মেলার সেরা ৩টি মডেল বাছাই করে রাজ্যস্তরে প্রতিযোগিতায় পাঠানো হবে। রাজ্যস্তরের প্রতিযোগিতায় মডেল বিবেচ্য করে পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হবে।