কর্মী সম্মেলন সেরে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু
তৃণমূলের দুই শীর্ষ নেতা মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে জেলা কর্মী সম্মেলন সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কর্মীর। আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। আহতদের সবাইকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের কাটাগড় এলাকায়। খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যান জেলা তৃণমূল সভাপতি মোয়াজ্জেম হোসেন, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার সহ আরও অনেকে।
এদিন পুরাতন মালদার সাহাপুরের তাঁতিপাড়া মাঠে তৃণমূলের জেলাস্তরের কর্মী সম্মেলন হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতেই এই সম্মেলনের আয়োজন। উপস্থিত ছিলেন দলের দুই শীর্ষ নেতা মুকুল রায় ও শুভেন্দু অধিকারী। সেখানেই অংশ নিতে কালিয়াচক থেকে একটি ছোটো গাড়িতে করে তাঁতিপাড়া এসেছিলেন যদুপুরের ডা. মাসিউর রহমান, সামজাদ আলি। বিশ্বাস, আবদুর রাকিব ও আজমাল শেখ। গাড়ি চালক ছিলেন মনু মাহারা। সম্মেলন থেকে ফেরার পথে বৃষ্টিভেজা রাস্তায় ওই গাড়িটির সঙ্গে উলটো দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সংঘর্ষ হয়। তাতে গুরুতর আহত হন ছোটো গাড়ির ৫ জনই। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাঁদের মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যান। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে মাসিউর সাহেবের। মেডিক্যাল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন, আহত ৪ জনের মধ্যে চালক সহ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুরাতন মালদার সাহাপুর এলাকার তাঁতিপাড়া মাঠে জেলা তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন শীর্ষ নেতা মুকুল রায় ও শুভেন্দু অধিকারী।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান জেলা তৃণমূলের শীর্ষ নেতানেত্রীরা। জেলা তৃণমূল সভাপতি বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। সম্মেলনে যোগ দিয়ে ফেরার সময় এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় তাঁদের এক কর্মী মারা গিয়েছেন। চালকের অবস্থা ভালো নয় বলে জানা গিয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটল তা তাঁর জানা নেই। তবে সেই সময় বৃষ্টি পড়ছিল।
এই ঘটনায় তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। তবে দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক কিংবা অন্যান্য কর্মীর খোঁজ এখনও মেলেনি।