বালব চুরিকে কেন্দ্র করে সালিশি সভায় মারধর
রবিবার রাতে বালব চুরিকে কেন্দ্র করে গ্রাম্য সালিশি সভায় মারধরে আহত হলেন ৪ গ্রামবাসী। ঘটমাটি ঘটেছে রতুয়া ১ ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের গৌরিপুর গ্রামে। ঘটনায় আহত একজন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ও বাকিরা রতুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আক্রান্তদের পরিবারের পক্ষ থেকে রতুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীপুজোর রাতে গৌরিপুর গ্রামের বাসিন্দা রাজু সাহার বাড়ির বালব কেউ বা কারা চুরি করে। সেই সময় রাজুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন গ্রামেরই বাসিন্দা সীতেশ মণ্ডল। বাড়ির বাইরে বেরিয়ে সীতেশকে দেখে তাঁকেই সন্দেহ করে রাজু। এনিয়ে দুজনের মধ্যে ঝামেলাও হয়। তখনকার মতো পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও গতকাল রাতে গ্রামে বসে সালিশি সভা। আক্রান্তদের পরিবারের লোকজন জানিয়েছেন, সিপিএমের পঞ্চায়েত প্রধান ভারতী মণ্ডলের নেতৃত্বে সেই সভা বসে। অভিযোগ, সভায় প্রকাশ্যেই সীতেশকে মারধর শুরু করে রাজু সাহা, ধীরেন মণ্ডল, বীরেন মণ্ডল, বাবলু মণ্ডলরা। সেই সময় সীতেশকে বাঁচাতে এগিয়ে যান তাঁর দাদা শচীন মণ্ডল ও তাঁর দুই ছেলে অজয় ও সুরজ। রাজুরা তাঁদেরও বেধড়ক মারধর করে। মারের চোটে শচীনবাবুর মাথা ফাটে। সভায় উপস্থিত অন্যান্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রাই আহত ৪ জনকে স্থানীয় রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শচীনবাবুকে মালদা মেডিক্যালে রেফার করে দেওয়া হয়। এদিন সকালে গোটা ঘটনায় রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন সীতেশবাবুর বাড়ির লোকজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।