সংঘর্ষের কারণ ফোনের মিসড্ কল!
রতুয়া থানার ফরিদপুর গ্রামে একই পাড়ায় বসবাস করেন দুই কৃষক মেহের আলি ও এনাউল হক৷ সম্প্রতি মেহের আলির ছেলের সঙ্গে এনাউল হকের মেয়ের এক সম্পর্ক গড়ে ওঠে৷ তেমনটাই বক্তব্য গ্রামবাসীদের৷ কিন্তু দুই পরিবারের কেউ সেকথা জানত না৷ গতকাল রাতে দুই পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হয়৷ মেহের আলির অভিযোগ, তাঁর ছেলের মোবাইল ফোনে গতকাল ৩০টি মিসড্ কল করে এনাউলের মেয়ে৷ গতকাল এনাউলদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল৷ অত মিসড্ কল দেখে তাঁর ছেলে এনাউলের মেয়েকে ফোন করে কারণ জানতে চায়৷ এনাউলের বাড়ির লোকজন সেকথা জেনে ফেলে৷ কেন তাদের মেয়েকে তাঁর ছেলে ফোন করেছে, তা জানতে তারা দলবল নিয়ে তাঁদের বাড়িতে চলে আসে৷ এনিয়ে বচসা শুরু হয় তাঁদের৷ বচসা চলাকালীনই এনাউল ও তার লোকজন লাঠি ও হাঁসুয়া নিয়ে তাঁদের উপর হামলা চালায়৷ তাদের হামলায় তাঁদের পরিবারের ৬ সদস্য আহত হন৷

দুই পক্ষের মোট ৭ জন আহত হয়েছেন এই হামলায় বলে জানা গিয়েছে৷ আহতদের মধ্যে মেহের আলি ও তাঁর ছেলে মহসিন আলি মালদা মেডিক্যালে চিকিৎসাধীন৷ রতুয়া গ্রামীণ হাসপাতালে বাকিদের চিকিৎসা চলছে৷ সংঘর্ষে আহত হয়েছেন এনাউলও৷ গোটা ঘটনায় মেহের ও এনাউলের পরিবারের পক্ষ থেকে রতুয়া থানায় পরস্পরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি৷
প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।