রতুয়ার দেবীপুরে পুনর্নির্বাচনের দাবি
পুনর্নির্বাচন চেয়ে বিডিও এবং নির্বাচনী পর্যবেক্ষককে চিঠি দিল দুই গ্রাম পঞ্চায়েত প্রার্থী। অভিযোগ, নির্বাচন চলাকালীন দুষ্কৃতীদের হামলা এবং ব্যালট লুঠ। পুনর্নির্বাচনের দাবি জানালেন এক বিজেপি প্রার্থী রামতরুণ সরকার এবং এক নির্দল প্রার্থী নয়ন মণ্ডল। রতুয়া থানার দেবীপুর এলাকায় ৩৯নং এবং ৪৭নং বুথে পুনর্নির্বাচনের দাবি তাঁদের। অভিযোগ, নির্বাচন শুরু হওয়ার পরই একদল দুষ্কৃতী বুথে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। ভোটারদের ভোট দিতে বাধাও দেওয়া হয়। সেই বুথগুলিতে পুনর্নির্বাচন চেয়ে নির্বাচন পর্যবেক্ষক এবং বিডিওকে চিঠি দেন তাঁরা।
ভিডিয়োঃ কৃতাঙ্ক