বাহারালে সন্ত্রাস অব্যাহত, আপাতত স্তব্ধ ভোটগ্রহণ
সোমবারের সন্ত্রাসের পুনরাবৃত্তি। পুনর্নির্বাচনেও ব্যালট বাক্স লুঠ। এদিন ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রতুয়া ১ ব্লকের বাহারালের বাখরা প্রাথমিক বিদ্যালয়ের ৭৬ নম্বর বুথে হামলা চালাল সশস্ত্র দুষ্কৃতীরা৷ সশস্ত্র দুষ্কৃতীদের ভয়ে বুথ ছেড়ে পালিয়ে যান ভোটকর্মী ও পুলিশকর্মীরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই মুহূর্তে সেখানে প্রচুর পুলিশ নামানো হয়েছে৷ রাস্তায় টহলদারি চালাচ্ছে র্যাফ বাহিনীও৷
সোমবারের সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে এদিন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। যথারীতি এদিন সকালে নির্দিষ্ট সময়েই বাহারালের বাখরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ পর্ব চালু করেন ভোটকর্মীরা৷ সকালে সেখানে বেশ কিছু পুলিশও মোতায়েন করা হয়৷ সোমবারের ঘটনার জেরে বেশ আতঙ্কে ছিলেন ভোটাররা৷ আতঙ্ক নিয়েই তাঁরা তাঁদের গণতন্ত্রের অধিকার প্রয়োগ করতে হাজির হন বুথে৷ ধীরগতিতে শুরু হয় ভোট গ্রহণ৷ কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে হানা দেয় বন্দুক, পিস্তল, ধারালো অস্ত্র সহ দুষ্কৃতী বাহিনী। তারা তৃণমূলের আশ্রিত বলে অভিযোগ৷ মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা৷ দুষ্কৃতীদের তাণ্ডবে বুথ ছেড়ে পালিয়ে বাঁচেন ভোটকর্মী ও পুলিশকর্মীরা৷ খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সজলকান্তি বিশ্বাস৷ এই মুহূর্তে সেখানে চলছে পুলিশের টহলদারি৷ তবে ওই বুথে ভোটগ্রহণ এখনও শুরু হয়নি বলে জানা গিয়েছে৷
ভিডিয়োঃ কৃতাঙ্ক