বাড়িতে তালা ভেঙে চুরি, অভিযোগের তির প্রতিবেশীর দিকে
মালদা জেলার রতুয়া-১ ব্লকের উত্তর বালুপুর গ্রামে বাড়িতে তালা ভেঙে চুরি। বাড়ির মালকিন রঞ্জনা মণ্ডল বলেন, মঙ্গলবার রাতে তাঁরা বাড়ি তালা বন্ধ করে পাশের গ্রামে তাঁর বাপের বাড়ি কীর্তন শুনতে গিয়েছিলেন। ভোরবেলায় বাড়ি ফিরে ঘরে তালা ভাঙা অবস্থায় দেখেন। ঘরে ঢুকে দেখেন ঘরের আসবাবপত্রগুলো লণ্ডভণ্ড হয়ে ঘরের মেঝেতে এদিক ওদিক ছড়িয়ে পড়ে রয়েছে। তিনি আরও জানান, তার ঘর থেকে কয়েক ভরি সোনা রূপোর গয়না, টিভি, জমির দলিল সহ নগদ ২৫ হাজার টাকা চুরি হয়েছে। তিনি অভিযোগ করেছেন প্রতিবেশী রাম, প্রশান্ত, মনোজের বিরুদ্ধে। রঞ্জনা মণ্ডল অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে অভিযুক্তদের জমি সংক্রান্ত মামলা চলছিল, তাই তারা রেগে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যে রাম, প্রশান্ত ও মনোজের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন রঞ্জনাদেবী। ঘটনাটির তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ।

প্রতীকী ছবি।