ট্র্যাক্টর ও মোটর বাইকের সংঘর্ষে মৃত এক, আহত তিন
ট্র্যাক্টর ও মোটর বাইকের সংঘর্ষে মৃতু হল এক ব্যক্তির ও আহত হলেন তিন ব্যক্তি। এদিন ঘটনাটি ঘটেছে রতুয়া-১ নম্বর ব্লকের নাকাট্টি ব্রিজে। আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত ব্যক্তির নাম জিয়াউল হক(২৯)। বাড়ি হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দ্বেগূন এলাকায়। জিয়াউল পেশায় হাতুড়ে চিকিৎসক।জানা গেছে, জিয়াউল নিজের কর্মসূত্রে রতুয়ার মহানন্দাটোলা গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে নাকাট্টি ব্রিজে ঠিক পেছন থেকে দ্রুত গতিতে আসা এক ট্র্যাক্টর তাঁর বাইকে ধাক্কা মারে। সে সময় অপর এক বাইকে করে রতুয়ার বালুপুর থেকে তিন যুবক মহানন্দাটোলা যাচ্ছিল। ট্র্যাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে এরপর অপর বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জিয়াউল হকের। আহত তিনজনের নাম রবি মণ্ডল, নয়ন রায় ও অজয় রায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রতুয়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি তুলে নিয়ে যায় রতুয়া থানায়। তবে ঘাতক ট্র্যাক্টর ও চালক পলাতক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।