প্রাকৃতিক গ্যাস মিলল মালদায়, জানাল ওএনজিসি
রতুয়ার নরোত্তমপুরে মাটির নীচে মিলল প্রাকৃতিক গ্যাসের সন্ধান। গতকাল রাতে পরীক্ষা করে একথা জানাল ওএনজিসি'র প্রতিনিধি দল। তবে এখনই গ্যাসের প্রকৃতি নিয়ে নিশ্চিত নন প্রতিনিধি দল। ওই গ্যাস নিয়ে পরীক্ষানিরীক্ষার জন্য শীর্ষকর্তাদের কাছে অনুমোদনের জন্য আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, গত মাসে রতুয়া ১ ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের নরোত্তমপুর গ্রামে কয়েকদিন ধরে গ্যাসের গন্ধে আতঙ্ক ছড়াতে শুরু হয়৷ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে শুরু হয় পরীক্ষানিরীক্ষা। অবশেষে গতকাল রাতে আন্দামান থেকে ওএনজিসি’র একটি প্রতিনিধি দল রতুয়ায় এসে পরীক্ষা চালান। পরীক্ষার শেষে ওএনজিসি'র প্রতিনিধি দলটি নরোত্তমপুরে প্রাকৃতিক গ্যাসের অস্তিত্বের কথা জানান। তবে গ্যাসের প্রকৃতি নিয়ে এখনই তারা কিছু জানাতে পারেনি। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ওএনজিসি চিফ জিওলজিস্ট ভি সত্যমুর্তি।
রতুয়া ১-এর বিডিও অর্জুন পাল জানান, ওএনজিসির দল মাটি খুঁড়েই গ্যাসের উপস্থিতি টের পেয়েছে। তবে গ্যাসের প্রকৃতি এখনই তারা জানাতে পারেনি। গ্যাসের প্রকৃতি জানার জন্য আরও কিছু গ্যাস সংগ্রহ করতে হবে। পরবর্তী পদক্ষেপের জন্য কর্তৃপক্ষের কাছে অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।