গঙ্গায় তলিয়ে গেল স্কুল, দেখুন ভিডিয়ো
মালদায় ভাঙনের ধারা অব্যাহত। গঙ্গার গ্রাসে তলিয়ে গেল আস্ত একটি স্কুল। রতুয়ার প্রাথমিক বিদ্যালয়টি গতকাল ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এই মুহূর্তে মালদার গঙ্গা এবং ফুলহর নদীর জল বিপদসীমার ধরে বয়ছে। জেলার বহু গ্রাম বর্তমানে জলের তলায়। ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০ হাজার মানুষ জলবন্দি হয়েছেন বলে জানা গেছে। সরকারিভাবে ত্রাণ মিলছে না বলেও অভিযোগ জানিয়েছেন জলবন্দি গ্রামবাসীরা।
ভিডিয়োঃ কৃতাঙ্ক
10 views