বিরল প্রজাতির তক্ষক উদ্ধার

আগে থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে খবর ছিল যে ফরাক্কা এলাকা দিয়ে কিছু মূল্যবান বস্তু পাচার হবে। সেইমত ১১ জানুয়ারি বিকেল ৪ ঘটিকায় সীমান্তরক্ষী বাহিনীর ফরাক্কা ইউনিট ও ২৪ নম্বর ব্যাটেলিয়ন একযোগে ৩৪ নম্বর জাতীয় সড়কের ১৮ মাইল এলাকার কলেজ মোড় ও পূবারুন টাউনশিপ মোড়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি শুরু করে। পূবারুন টাউনশিপ মোড়ের কাছে একটি বাইকে দুই আরোহীকে আসতে দেখে সীমান্তরক্ষী বাহিনী তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। দুই আরোহীর মধ্যে একজন পালাতে সক্ষম হলেও মহম্মদ নাসিরুদ্দিন শেখ নাম কালিয়াচকের সুলতানগঞ্জের মাস্টার পাড়া এলাকার বাসিন্দা এক ব্যক্তিকে পাকড়াও করতে সক্ষম হয় সীমান্তরক্ষী বাহিনী। ধৃত ব্যক্তির সঙ্গে থাকা একটি কালো ব্যাগ থেকে দুটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়। যেগুলি ১৯৭২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের তৃতীয় তফসিল-এর অন্তর্ভুক্ত। উদ্ধার করা তক্ষকগুলির একটি ১৫২ গ্রাম ওজনের ১.৬ ফিট লম্বা ও অপরটি ১২৫ গ্রাম ওজনের যার দৈর্ঘ্য ১.৩ ফিট। ধৃত ব্যক্তিকে পরে বনবিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
