রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, জেনে নিন তাঁর সম্পর্কে কয়েকটি তথ্য
গণপ্রজাতান্ত্রিক ভারতবর্ষের চতুর্দশ রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন রামনাথ কোবিন্দ।

দলিত সম্প্রদায় থেকে উঠে আসা কোবিন্দ একজন আইনজীবী হিসাবে দিল্লি হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে ১৬ বছর কাজ করেছেন।
১৯৯৪ সালে উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য হিসাবে তিনি প্রথম রাজনীতির মঞ্চে প্রবেশ করেন।
২০০৬ সালের মার্চ পর্যন্ত তিনি পরপর দু’বার অর্থাৎ ১২ বছর টানা রাজ্য সভার সাংসদ ছিলেন।
২০০২ সালে অক্টোবর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন ও সভায় ভাষণ দেন।
রাজ্য সভার সাংসদ থাকাকালীন তিনি তাঁর সাংসদ কোটার টাকা থেকে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেন। এগুলির মধ্যে গ্রামীন এলাকায় শিক্ষা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণে তিনি বিশেষ জোর দেন। সাংসদ থাকাকালীন তিনি তফসিলি জাতি ও তফসিলি উপজাতি কল্যাণ সামাজিক ন্যায়বিচার সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।
এছাড়াও তিনি লখনউ স্থিত ডঃ বি আর আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ম্যানেজমেন্টের সদস্য ছিলেন।
একসময় তিনি কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের বোর্ড অফ গভর্নর পদেও আসীন ছিলেন।