টাউনহল লাইভঃ ধর্ষিতা তুষ্ট কি ধর্ষকের মৃত্যুদণ্ডে?
বর্তমান সমাজ নারী ও পুরুষকে আলাদা চোখে দেখে না। কিন্তু একদল মানুষরূপী নৃশংস পুরুষজাতি আজও মিথ্যা অহংকার ও দম্ভের জন্যে পদতলে দমিয়ে রাখতে চায়। শুধু তাই নয়, নারীদের শরীর নিয়ে খেলতেও হাত কাঁপে না তাদের। আট বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধা ও রেহাই পায় না এদের খপ্পর থেকে। আজও কত নির্যাতিতা, তাঁদের পরিবার পরিজন দোষীদের শাস্তিদানের অনর্গল চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে একজন ধর্ষকের শাস্তি কী হওয়া উচিত? যাবজ্জীবন কারাদণ্ড না মৃত্যুদণ্ড?
সাধারণ মানুষদের কাছে এই প্রশ্নের সন্ধানে একটি তর্ক-বিতর্ক সভার আয়োজন করেছে রেইজ ইওর ভয়েস নামক একটি সংস্থা। মালদার টাউন হলে অনুষ্ঠিত এই আনকাট্ যুক্তি-তর্কে মানুষদের উপস্থিতি চোখে পড়ার মতো। আট থেকে আশি, সব প্রজন্মের মানুষই এই সভায় উপস্থিত হয়েছেন দোষীদের যোগ্য শাস্তি দেওয়ার সঠিক পন্থা খুঁজে বের করতে।