বিশ্বকাপ ফুটবল খেলতে যাচ্ছে মালদার রবি মল্লিক
গিগস্, ফ্যালকাও, রোনালদিনহো-র মত তারকারা দেশে এসেছিলেন ফুটবল খেলতে। এবার সেই ফুটসল ওয়ার্ল্ড কাপ খেলতেই মেক্সিকো যাচ্ছেন মালদার এক যুবক। আগামী ১৩ থেকে ১৮ নভেম্বর মেক্সিকোয় আয়োজিত হতে চলেছে হোমলেস ফুটবল ওয়ার্ল্ড কাপ।

মালদার পুলিশ লাইনের হরিজন বস্তিতেই বসবাস রবি মল্লিকের। বাবা রঞ্জিত মল্লিক পুরসভার সাফাইকর্মী। মা কমলাদেবী গৃহপরিচারিকার কাজ করে সংসারের দায়িত্ব সামলান। ছোটো থেকেই ফুটবল খেলায় ভীষণ উৎসাহ ছিল রবির৷ সেই উৎসাহ দেখে তাঁকে খেলা শেখাতে এগিয়ে আসেন এলাকারই এক যুবক বাপটু৷ তাঁর কাছে খেলা শিখে রবি মালদা শহরের বিভিন্ন জায়গায় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। তাঁর অভূতপূর্ব স্কিল নজরে আসে সুজাপুরের সাদ্দাম হোসেনের৷ সাদ্দাম সাহেব কলকাতা ফুটবলের সঙ্গে যুক্ত৷ তাঁর উদ্যোগেই বছর কয়েক আগে রবি জায়গা পান রাজ্য ফুটসল টিমে৷ এবার জাতীয় ফুটবল (#Football) প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ তৃতীয় স্থান পায়৷ রবি ছিলেন সেই দলের ক্যাপ্টেন৷ মুম্বইয়ে আয়োজিত সেই প্রতিযোগিতায় দারুন পারফরম্যান্সের দরুণ তিনি ডাক পান নাগপুরে আয়োজিত ন্যাশনাল সিলেকশন ক্যাম্পে৷ সেখানে তিনি জাতীয় দলে নির্বাচিত হন৷ মেক্সিকো সিটিতে আয়োজিত হোমলেস ফুটবল ওয়ার্ল্ড কাপের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৮ জন ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে৷

এবার জাতীয় ফুটবল প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ তৃতীয় স্থান পায়৷ রবি ছিলেন সেই দলের ক্যাপ্টেন৷
এদিন সকালে পুলিশ লাইন মাঠে অনুশীলন করতে করতে রবি জানালেন, তাঁর প্রিয় ফুটবলার বিখ্যাত পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ জাতীয় দলে জায়গা পেয়ে তিনি খুব খুশি৷ এবার দেশকে গোটা পৃথিবীতে বিশেষ জায়গা করে দেওয়াই তাঁর লক্ষ্য৷