ট্যারানটুলার খোঁজ মিলল এবার মালদায়
রাজ্য জুড়ে এখন ট্যারানটুলা আতঙ্ক। এই বিষাক্ত মাকড়সাটির খোঁজ মিলেছে মালদার গ্রামেও। আট পায়ের রোমশ কালো এই বিষাক্ত কীট। মালদার পুখুরিয়া থানার মিরজাতপুরের বাসিন্দা সুকান্ত ঘোষের বাড়ি থেকে এদিন এই বিষাক্ত মাকড়সা উদ্ধার করা হয়েছে।
জানা যায় যে মিরজাতপুরের বাসিন্দা সুকান্ত ঘোষ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাড়ির সামনে একটি গাছের নিচে এই বিষাক্ত মাকড়সাটিকে পরে থাকতে দেখেন। ট্যারানটুলা সন্দেহে তিনি কৌটো বন্দি করেন মাকড়সাটিকে। এই মাকড়সার কথা গ্রামে চাউর হতেই গ্রামবাসীদের ভিড় জমে সুকান্তবাবুর বাড়িতে। এই প্রথম এলাকায় ট্যারানটুলা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। গ্রামবাসীদের দাবি এলাকায় আরও এই ধরণের ট্যারেন্টুলা মাকড়সা রয়েছে।
সুকান্ত বাবু জানান, বেশ কিছু দিন ধরেই তিনি টিভি ও ফেসবুকের মাধ্যমে ট্যারানটুলা মাকড়সা সম্বন্ধে অবহিত আছেন। এই প্রথম গ্রামে ট্যারানটুলা মাকড়সা উদ্ধারে আতঙ্কিত গোটা গ্রাম। প্রশাসন ও বন দপ্তর যেন এই ট্যারেন্টুলা মাকড়সার প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় সচেতনতা অভিযান শুরু করে।
প্রতীকী ছবি।