কল্যাণ সমিতিতে গ্রাম বাংলা
গ্রামবাংলার পরিবেশে মানুষ আমরা। সভ্যতার উন্নতিতে এখন ট্রামলাইন এবং ঝা চকচকে রাস্তার ভিড়ে সেই শস্যশ্যামলা গ্রামবাংলাকে আমরা ভুলে গেলেও এবার নিজেদের পুজো মণ্ডপে একটা আস্ত গ্রামবাংলাকেই তুলে ধরছে মালদার বালুচর কল্যাণ সমিতি।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের শিল্পীদের হাতে সেজে উঠেছে এই পুজো মণ্ডপ। শিল্পী অষ্টম চৌধুরির ডাকের সাজের প্রতিমা অনন্য রূপ পেয়েছে এখানে। ধানক্ষেত থেকে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, নদীনালা থেকে পুলিশ ফাঁড়ি কে নেই এই বালুচরের পুজো মণ্ডপে। পুরো এক শহরের মাঝে গোটা গ্রামকে তুলে ধরে মাটির সাথে বাঙালির যে সম্পর্ক যে এখনও অটুট রয়েছে সেই বার্তাই দিতে চাইছেন এই ক্লাবের পুজো উদ্যোক্তারা। জানা গেছে, এই পুজোর বাজেট মূল্য আনুমানিক ২১ লক্ষ টাকা। আর গোটা মালদা শহরে গ্রামের পরিবেশকে শহরের মাঝে তোলে ধরে বিগ বাজেটের এই পুজো মণ্ডপ যে সকলকে টেক্কা দেবে সেই ব্যাপারে আশাবাদী বালুচর ক্লাব সদস্যরা।
