মহাকাশে অসুর বিনাশ, থিম অভিযাত্রীর
শুভ শক্তির উদয় ও অশুভ শক্তির নাশ করতেই যে মহামায়ার আবির্ভাব, সেই গল্প আমাদের প্রত্যেকেরই জানা। এখন সেই অশুভ শক্তিসম্পন্ন অসুরদের ঠাঁই হবে কোথায়? তার উপায়ও খুঁজে বের করলেন মালদার অভিযাত্রী সংঘের পুজো উদ্যোক্তারা। এবছরের পুজোয় তাদের থিম, ‘ধরিত্রী মন্থন ও আনন্দ যজ্ঞ মহাপ্লাবন’। এ পৃথিবীতে যা কিছু অশুভ, তা মহামায়া বুধ গ্রহে স্থানান্তরিত করছেন- এমনটাই বোঝাতে চেয়েছেন ক্লাব উদ্যোক্তারা।
বাঁশ, চাটাই, সিমেন্ট ও রং দিয়ে সম্পূর্ণ মণ্ডপ সাজিয়ে তুলছেন শিল্পী অভিষেক মণ্ডল। থিমকে ধরে রেখেই প্রতিমাকে রূপদান করছেন মৃৎশিল্পী দিব্যেন্দু সাহা। সবমিলিয়ে এবছরের পুজো নিয়ে যথেষ্ট আশাবাদী অভিযাত্রী সংঘের ক্লাব উদ্যোক্তারা।

19 views