‘প্রকৃত সমাজবন্ধু’দের শ্রদ্ধা জ্ঞাপন মঙ্গল সমিতির
মানুষ সংঘবদ্ধ জীব। আর সেই সমাজের জন্য প্রতিমুহুর্তে কিছু করতে পেরে তৃপ্তি লাভ করি আমরা। এবারে বাঙালীর প্রিয় শারদোৎসবের দ্বারা মণ্ডপ ও প্রতিমা সজ্জার মাধ্যমে সমাজের প্রকৃত সমাজবন্ধুদের সাথে পরিচয় করাতে প্রস্তুত গয়েশপুর মঙ্গল সমিতি পুজো কমিটি।
৫২ বছরে পা দিতে চলেছে এই পুজো। এই ৫২ তম বছরে এবারের থিম ‛প্রকৃত সমাজবন্ধু’। বাঁশ ও খড় দিয়ে তৈরি হচ্ছে পুরো মণ্ডপ। এছাড়াও রয়েছে মানুষরূপী পনেরোটি স্কাল্পচার যা সমাজের পনেরোটি সমাজবন্ধুদের তুলে ধরা হবে। সমাজের যারা প্রকৃত সমাজবন্ধু, তাদের যোগ্য সম্মান দেওয়ার জন্যই এই থিম বেছে নেওয়া, এমনটাই জানিয়েছে ক্লাব উদ্যোক্তারা। শিল্পী জহর রায়ের হাতের ছোঁয়ায় রূপ পাচ্ছে পুজো প্রতিমা। আনুমানিক এক লক্ষ ৬৫ হাজার টাকার বাজেটে থিমের লড়াইয়ে ঢাল-তলোয়ার নিয়ে প্রস্তুত গয়েশপুর মঙ্গল সমিতির ক্লাব উদ্যোক্তারা।
24 views