পোকা ধরা ডাল দেওয়ার অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, বিক্ষোভ
পোকা ধরা ডাল ও পচা আলু দেওয়ার অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। শুক্রবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের ভবানীপুর এলাকায়।
প্রসূতি মা ও শিশুদের পুষ্টির জন্য দুই কেজি করে চাল ও আলু এবং ৩০০ গ্রাম করে ডাল দেওয়ার নির্দেশ রয়েছে। তবে কম পরিমাণের পাশাপাশি পচা আলু ও পোকা ধরা ডাল দেওয়ার অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের ভবানীপুর এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। প্রতিবাদে আজ বিক্ষোভ দেখান অভিভাবকেরা। অভিভাবকদের অভিযোগ, সরকারি নির্দেশিকা অনুযায়ী দুই কেজি করে চাল, আলু ও ৩০০ গ্রাম করে ডাল দেওয়ার কথা থাকলেও সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ওজনে কম পরিমাণ চাল, আলু ও ডাল দেওয়া হচ্ছে। পাশাপাশি ওই কেন্দ্র থেকে পোকা ধরা ডাল ও পচা আলু দেওয়া হচ্ছে। গতমাসের বকেয়া ডাল এই মাসে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছেন অভিভাবকরা। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী।
সুপারভাইজার জানান, সরকারি নির্দেশিকা অনুযায়ী চাল, ডাল ও আলু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পূর্বের মজুত ডাল থাকলে সেগুলি দেওয়ার কথা বলা হয়েছে। ওই কেন্দ্রগুলিতে নতুন করে ডাল পাঠানো হয়নি। অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।