জেএনইউ-এ তাণ্ডবের প্রতিবাদে পথে কলেজের পড়ুয়ারা
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) রবিবার রাতে পড়ুয়া ও শিক্ষিকাদের উপরে হামলার ঘটনায় নিন্দায় সরব গোটা দেশ। জেএনইউ-এ তাণ্ডবের প্রতিবাদে সোচ্চার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিও। সোমবার কেন্দ্রীয় সরকার সহ দিল্লি পুলিশের প্রতি ধিক্কার মিছিল করল গৌড়বঙ্গ অধীনস্থ সামসী ও চাঁচল কলেজের পড়ুয়ারা। এদিন সামসী কলেজ ক্যাম্পাস থেকে মিছিল ঘাসিরাম মোড় হয়ে আবার কলেজে এসে শেষ হয়।
জেএনইউ-এ হামলার নিন্দা করে সামসি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মিসবাহুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই যদি পড়ুয়ারা সুরক্ষিত না থাকেন, তাহলে সভ্য সমাজে বাস করছি বলে আমরা কীভাবে দাবি করতে পারি? এরকম ঘটনায় আমরা আতঙ্কিত ও হতবাক।’