প্রচেতা কুণ্ডু
গরমের ছুটিতে আমি লাটাগুড়ির জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম মা-বাবার সাথে৷ সেখানে আমরা একটি রিসর্টে ছিলাম৷ খুব সুন্দর সে জায়গা৷ ঘন বন ও শান্ত পরিবেশে আমি জঙ্গলে ঘুরেছি, দেখেছি মূর্তি নদী৷ সবুজে ঘেরা লাটাগুড়ির জঙ্গলে আমি কিন্তু বন্য পাখি ছাড়া আর কিছুই দেখতে পাইনি৷ বাবা বলল, গরমে জন্তুরা জঙ্গলে থাকে৷ লাটাগুড়ির জঙ্গলে নাকি গন্ডার, শেয়াল, হাতি, বনশুয়োর, বাইসন থাকে৷ আমরা সেখান থেকে গাড়ি করে ঝালং ও পাঁপড়ক্ষেতি গিয়েছিলাম৷ কী অপূর্ব সে দৃশ্য৷ উঁচু উঁচু পাহাড় ঘন মেঘে ঢাকা৷ চা বাগান দেখলাম, সঙ্গে পেলাম চা সংগ্রহকারীদেরও৷
প্রচেতা কুণ্ডু
দ্বিতীয় শ্রেণি, ড্যাফোডিল পাবলিক স্কুল
5 views