বিজেপির বিরুদ্ধে গুণ্ডা লাগিয়েছেন মুখ্যমন্ত্রীঃ দিলীপ ঘোষ
পাহাড়ের ১৬০ জন বিজেপি কর্মীকে রাজ্য সরকার, বলা ভালো মুখ্যমন্ত্রী জেলে ঢুকিয়ে দিয়েছেন। ওই কর্মীরা পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য ছিলেন। তাঁরা কোথায়, কেউ জানে না। তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এভাবেই পাহাড় দখল করার ছক কষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতা যাওয়ার পথে মালদা স্টেশনে উপস্থিত সংবাদমাধ্যমের সামনে এই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

উত্তরবঙ্গে বেশ কয়েকদিন কাটানোর পর এদিন কলকাতা ফেরেন দিলীপবাবু। রায়গঞ্জ থেকে মালদা স্টেশনে আসেন তিনি। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন জেলা বিজেপি নেতৃত্ব। স্টেশনে উপস্থিত সংবাদমাধ্যমকে দিলীপবাবু বলেন, রাজ্যে এখন সিপিএম বা কংগ্রেস বলে কিছু নেই। তৃণমূলের প্রধান প্রতিপক্ষ এখন বিজেপি। সেটা শাসকদলও বুঝে ফেলেছে। তাদের সব চালাকি ধরা পড়ে যাচ্ছে। সেকারণেই রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপর আক্রমণ নেমে আসছে। এদিনও কোচবিহারে তাঁদের কর্মীদের পিটিয়েছে তৃণমূলি গুণ্ডারা। তবে এভাবে বিজেপিকে রোখা যাবে না।
আজ মালদাতেও পাহাড় প্রসঙ্গ উত্থাপন করেন দিলীপবাবু। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই পাহাড়ে অশান্তি তৈরি করেছেন। বিজেপির বিরুদ্ধে গুণ্ডা লাগিয়েছেন। পাহাড়ে গিয়ে সেই গুণ্ডাদের হাতেই আক্রান্ত হয়েছেন তিনি। তবে তিনি এসব হেনস্তায় পিছিয়ে আসার পাত্র নন। প্রয়োজন পড়লে তিনি আবার পাহাড়ে যাবেন। এতদিন পাহাড়ে যাওয়ার প্রয়োজন পড়েনি তাঁদের। এবার সেই প্রয়োজন দেখা দিয়েছে। পাহাড়ের বিজেপি কর্মীদের উপর প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে। এসব রুখতে হবে।
Tags: