তিনসুকিয়ায় পাঁচ যুবক খুনের প্রতিবাদ বামফ্রন্টের
অসমের তিনসুকিয়ায় পাঁচ যুবককে নৃশংসভাবে খুন করার প্রতিবাদে গতকাল রাতে পথে নামল বামফ্রন্ট। সন্ধ্যা ছ’টায় শহরের নেতাজীমোড় থেকে একটি ধিক্কার মিছিল বের হয়। মিছিলের পুরভাগে ছিলেন বামনেতৃত্ব। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র ঘটনার জন্য অসমের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, অসমের তিনসুকিয়ায় ৫ জন যুবককে ডেকে নিয়ে গিয়ে নিশংসভাবে হত্যা করে উগ্রপন্থীরা। অসমে যেভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে, তা বন্ধ করতে বিজেপি সরকারের কাছে তাঁরা দাবি জানাচ্ছেন অবিলম্বে উগ্রপন্থীদের গ্রেফতার করতে হবে। এনআরসির নাম করে যে বিভাজনের রাজনীতি বিজেপি করছে অবিলম্বে তা বন্ধ করতে হবে। তাঁরা অসমের মানুষের জন্য আজ পথে নেমেছেন৷ প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।
অসমের তিনসুকিয়ায় ৫ জন যুবককে ডেকে নিয়ে গিয়ে নিশংসভাবে হত্যা করে উগ্রপন্থীরা
Tags:
8 views