ড্রেনের জল পেরিয়ে স্কুলে যাই প্রতিদিন
কয়েক সপ্তাহ ধরে বৃষ্টির দেখা নেই মালদায়। তীব্র সূর্যদেবের প্রকোপ থেকে রক্ষা পেতে পড়ুয়া ও পথচারীদের একমাত্র ভরসা ছাতা। কিন্তু তাতেও চলাফেরা করার সময় অস্বস্তি কাটছে না তাঁদের। খানাখন্দে ভরা পাকা রাস্তার উপরে জমে রয়েছে নোংরা ড্রেনের জল। এই ছবি ওল্ড মালদা রোডের।
এই পুর এলাকার রেলের সাবওয়ের নীচের রাস্তাতেও জমে রয়েছে জল। এই নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক স্কুল ছাত্রী বলেন, বাড়ি কাছে বলে আমরা হেঁটেই স্কুলে যাই, তবে এই নোংরা জলের উপর দিয়ে যেতে আমাদের খুব অসুবিধা হয়। ওই পড়ুয়ার সহপাঠীরা আরও অভিযোগ জানান, সামনে স্কুল অথচ এখানে প্রায়শই জোরে গাড়ি চলাচল করে, খুব ভয় হয় আমাদের। শহরের ওল্ড মালদা রোড খুব গুরুত্বপূর্ণ রাস্তা। প্রতিদিন চলাচল করে বহু যানবাহন। এই রাস্তার ধারে রয়েছে পুরসভাও। পুরবাসীরা খানাখন্দ ভরা রাস্তা সারায়ের দাবি জানিয়েছেন।
এই অঞ্চলের স্থানীয় কাউন্সিলর মাজিফুল ইসলাম। তাঁর সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান, পিডব্লিউডি অফিসাররা এই রাস্তা ইন্সপেকশন করে গিয়েছেন, খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।