বাড়ির সামনে কাচের টুকরো, দাদা-ভাইয়ের ধুন্ধুমার
ঘরে ঢোকার রাস্তায় কাঁচের টুকরো ফেলার প্রতিবাদ করায় দাদার হাতে আক্রান্ত হল ভাই। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্ত্রী'ও। আক্রান্ত ভাই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন ঘটনাটি ঘটেছে মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন নাগেশ্বরপুরের দিলালপুর গ্রামে।

আক্রান্ত ব্যক্তির নাম টিংকু মণ্ডল (২৮)। আক্রান্ত তাঁর স্ত্রী মল্লিকা মণ্ডলও (২২)। তাঁরা দিলালপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আড়াই কাঠা জায়গাতে তাঁরা দুই ভাই বসবাস করেন। দুই ভাইয়ের বাড়ির যাতায়াতের রাস্তা একটিই। ওই রাস্তা দিয়ে দুই পরিবার তাদের বাড়িতে যাতায়াত করেন। বড় ভাই সুশান্ত মণ্ডল, তার ভাই ও তার পরিবারকে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করেন। এনিয়ে প্রায়শই দুই ভাইয়ের ঝামেলা হয়। অভিযোগ, ঘরে ঢোকার রাস্তায় মাঝেমধ্যেই কাচের টুকরো ফেলে রাখেন দাদা সুশান্ত মণ্ডল। আজ সকালে ঘরের সামনের রাস্তায় কাচের টুকরো ফেলা দেখে প্রতিবাদ করায় বাঁশের লাঠি নিয়ে টিংকু মণ্ডলের উপর চড়াও হন সুশান্ত। মাথায় গুরুতর আঘাত নিয়ে টিংকুবাবুকে প্রথমে মৌলপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করেন পরিজনরা। সেখান থেকে তাঁকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় সুশান্তবাবু সহ তিনজনের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করেছেন টিংকুবাবু ও তাঁর স্ত্রী মল্লিকাদেবী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।
প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।